Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদী থেকে শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

খেলতে গিয়ে পাঁ পিচলে পড়ে পালরদী নদীতে নিখোঁজের ২২ ঘন্টা পর আব্দুল্লাহ আরাফাতের লাশ উদ্ধার করেছে ফায়াস সার্ভিসের কর্মীরা। রোববার সকালে মাদারীপুরের কালকিনি শিকারমঙ্গল ইউনিয়নের বদ্দারঘাট এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে শিশু আব্দুল্লাহ আরাফাত একা নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে নদীতে নিখোঁজ হন।
পরে দুপুরে তার কোন সন্ধায় না পাওয়ায় কালকিনি থানা পুলিশের সহযোগীতায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীর তিন কিলোমিটার জুড়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে রোববার সকালে কালকিনি শিকারমঙ্গল ইউনিয়নের বদ্দারঘাট এলাকা থেকে আব্দুল্লাহ আরাফাতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাহাতাব হোসেন বলেন, প্রায় ২২ ঘন্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর লাশ উদ্ধার

২৭ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ