প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম আগামীকাল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে পাঁচটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন। গানগুলো লিখেছেন কবির বকুল। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের পক্ষ থেকে শিল্পী নির্বাচনে গানগুলো গেয়েছেন ইউসুফ আহমেদ খান নিশীতা বড়–য়া-সাব্বির জামান, প্রিয়াংকা, দিনাত জাহান মুন্নী-হৈমন্তী রক্ষিত ও কামাল আহমেদ। গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে বাংলাদেশ বেতারে। সুজেয় শ্যাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পাঁচটি গানের সঙ্গীত পরিচালনা করতে পারবো, এটা ভাবতে পারিনি। এজন্য শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে। তারা আমার কথা ভেবেছেন, আমাকে কাজগুলো করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষ্যে গানগুলো করতে পেরেছি-এটা কতটা ভালোলাগার তা ভাষায় প্রকাশের নয়। জীবনের এই পর্যায়ে এসে কাজটি করতে পেরে ভীষণ গর্ববোধ করছি। যারা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত হয়ে গানগুলো গেয়েছেন তারাও খুব চমৎকার গেয়েছেন। গানগুলো প্রধানমন্ত্রী’র জন্মদিনে বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।