Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে ৪৮ ঘন্টায় করোনায় মৃত্যু ২, জেলায় মোট মৃত্যু ৫২৪

ফরিদপুর জেলা সংবাদদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:০৯ পিএম

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে (শনিবার ২৫- রবিবার ২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী ছিল ৫১ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৬ জন। ৪৮ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৬ জন। জেলা ও উপজেলার ল্যাবে পরীক্ষান্তে করোনায় পজেটিভ পাওয়া গেছে মোট ১১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫২৪ জন। গত ৪৮ ঘন্টায়, করোনা উপসর্গ নিয়ে জেলায় মারা গেছে ২ জন এবং নতুন আক্রন্ত হয়েছে মোট ১১ জন।

গত ৪৮ ঘন্টায়, জেলায় ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৬৬ জনের।

এদিকে, ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুর রহমানের সাথে কথা হলে তিনি ইনকিলাবেকে জানান,
জেলায় করনা সনাক্তের হার ২২.৯৩ এবং করোনার শুরু থেকে গত রবিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় করোনার সনাক্তের সংখ্যা দাঁড়ালো ২১৫০৬ জন
গত ৪৮ ঘন্টায় করোনায় আক্রন্ত হয়েছে মোট ১১ জন।

গত ৪৮ ঘন্টায়, পিসি আর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৭১ জনের এবং জেলা ও উপজেলায় এন্টিজেন টেস্টে সনাক্ত হয় ৩৩ জন। মোট নমুনা পরীক্ষা হয় ১০৪ জনের।
এর মধ্যে পিসি আর ল্যাবে পজিটিভ সংখ্যা ১০ জন এং এন্টিজেনে পজেটিভ হয় ১ জনের।
তথা ৪৮ ঘন্টায় মোট করোনা পজেটিভ সংখ্যা ১১ জনের

গত ৪৮ ঘন্টায়, মোট আক্রান্তের হার ১৫.৪৯। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ