রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের রাউজান পৌরসভার বাসিন্দা মো. ফজলুল হক (৭০) নামের এক ব্যক্তিকে রাউজানের পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার কাউখালিস্থ খামার বাড়ি থেকে বের হয়ে বাজার করে ঘরে ফেরার সময় এই ঘটনা ঘটে। নিহত ফজলুল রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ফকির তকিয়া এলাকার আফিয়া বাপের বাড়ির মৃত আমীরুল হকের পুত্র। স্থানীয় লোকজন জানিয়েছে, রাউজানের পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় নিহত ফজলুল হককে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। তবে কি কারণে হত্যা করা হয়েছে সঠিক কোনো তথ্য দিতে পারেনি নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। নিহতের স্ত্রী আলমাস খাতুন জানান, রাউজানের পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলায় আমাদের খামার বাড়ি রয়েছে, সেখানে তিনি হাঁস-মুরগি, গরু-ছাগল, পাছ-পালা দেখাশোনা করেন। রাতে খামার বাড়িতে তিনি একা থাকতেন। দুপুরে বাড়িতে আসেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন দুপুরে খামার বাড়ি থেকে বের হয়ে বাজার করে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। তবে কেবা কারা হত্যা করেছে আমরা জানি না। আমার স্বামীর সাথে কারো কোনো ঝামেল হলে আমাদের জানাতো না। তাই কারো সাথে শত্রুতা ছিল কিনা তা জানি না। নিহতের কন্যা জানিয়েছেন, হত্যাকা-ের সাথে জড়িত দুজনকে আটক করেছে কাউখালি থানা পুলিশ। তবে তিনি আটককৃতদের নাম, ঠিকানা জানাতে পারেনি। এই প্রসঙ্গে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, হত্যাকা-টি রাউজানের পার্শ্ববর্তী উপজেলা কাউখালিতে ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।