রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া একটি গরুসহ পিকআপভ্যান উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল রোববার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার সদর এলাকা থেকে চুরি হওয়া গরুসহ পিকআপভ্যান উদ্ধার করা হয়। এর আগে, শনিবার মধ্যে রাতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গরু চুরির ঘটনা ঘটে। আটক রাজন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার সদর এলাকার মৃত আলী আকবরের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল জানান, রাত ১টার দিকে গোবিন্দপুর এলাকার আব্দুল মোতালিবের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরদল। পরে চুরির বিষয়টি থানা পুলিশকে জানালে গোপন সংবাদের ভিত্তিত্বে গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গরুসহ পিকআপভ্যান উদ্ধার করা হয়। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজনকে আটক করে পুলিশ।
ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহ আলম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহ আলম মাহনা এলাকার নান্নু মিল্কীর ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, শনিবার রাতে ৮ বছরের এক শিশুকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শাহ আলম। ওই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিত্বে অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।