বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে বগুড়া এবং বাইরের জেলার কেউ মারা যাননি। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ৩১৩ নমুনায় আরও ১৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৬ দশমিক ০৭শতাংশ। যা গতকাল ছিল ৪ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়, নতুন করে গত ৪৮ ঘন্টায় বগুড়ার কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮৩জনেই অপরিবর্তিত রয়েছে।
এছাড়া গত বৃহস্পতি ও শুক্রবার মোট ৩১৩টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস এর পিসিআর ল্যাবে ২জনের দেহে করোনার প্রমাণ মিলেছে।
নতুন আক্রান্ত ১৯জনের মধ্যে সদরে ১৮ বাকি একজন শেরপুরের বাসিন্দা।
সুত্রে আরও জানানো হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৫৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৭৪৪জন এবং ৩২জন চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।