বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সপ্তাহের মাথায় করোনায় আরো একটি মৃত্যুহীন দিন দেখলো চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয় নি। নতুন করে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৪৬ জন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৩ শতাংশ। আগের দিন শুক্রবার এ হার ছিল ২ শতাংশ
বৃহস্পতিবার এ হার ছিল ৩ শতাংশ। গত বেশ কয়েক দিন ধরে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
শুক্রবার চট্টগ্রামে করোনায় তিনজন মারা যান। এর আগে গত ১৭ ও১৮ সেপ্টেম্বর টানা দুই দিন মৃত্যুশূন্য ছিল চট্টগ্রাম।
নতুন করে আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ২৭ জন এবং বাকি ১৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ৫৬২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১২৮৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।