Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার কাজান ফেডারেল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রজন্ম কর্মসূচি

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দুই বাংলাদেশি তরুণ রাশিয়ার কাজানে অবস্থিত অনুষ্ঠেয় ‘নতুন প্রজন্ম’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের সংক্ষিপ্ত আলোকপাত করেন তারা। কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার দিওমিন সাংবাদিকদের ঢাকা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। কেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক প্রধান কর্মকর্তা প্রশান্ত কুমার বর্মন ২০১৭ সালের কেন্দ্রের আসন্ন কার্যক্রম ও যৌথ কার্যক্রম বিষয়ে কথা বলেন। বাংলাদেশে রুশ দূতাবাসের আমন্ত্রণে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রুশ সরকারের ‘নতুন প্রজন্ম’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ব্র্যাক ইন্সটিটিউট অফ ল্যাংগুয়েজেস’র ইংরেজি বিভাগের শিক্ষক শামস উদ-দোহা এবং রুশ সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান সৈয়দ বজলুল হাসান রাজিব। কর্মসূচির আওতায় তারা রাশিয়ার কাজানে অবস্থিত কাজান ফেডারেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘আগামীর বিজ্ঞান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বাংলাদেশ ছাড়াও আজারবাইজান, আর্জেন্টিনা, আর্মেনিয়া, বেলারুশ, বতসওয়ানা, বুলগেরিয়া, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, হাঙ্গেরি, ভারত, কিরগিজস্থান, লাটভিয়া, নরওয়ে, স্পেন এবং সুইডেনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ষ শিক্ষাঙ্গন ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়ার কাজান ফেডারেল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রজন্ম কর্মসূচি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ