Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোরাচালানির টাকা নিয়ে বিরোধ সাইদুলের হাত কেটে দিয়েছে প্রতিপক্ষরা

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে নাটোরে সাইদুল ইসলাম (৪৩) নামের এক চোরাকারবারির ডান হাত কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার সকাল ১২টার দিকে বেলঘড়িয়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সাইদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার সকালে বেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সাইদুল ইসলাম। এসময় অস্ত্রধারী এক যুবক অতর্কিতে এসে সাইদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে সাইদুলের ডান হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনিত হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো জানান, হামলাকারী যুবককে চিনতে পেরেছে আহত সাইদুল ইসলাম। সে সুস্থ হলেই তার কাছ থেকে তথ্য নিয়ে গ্রেফতার করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নাটোর স্টেশনে চোরাচালানের নেতৃত্ব দিয়ে আসছিল সাইদুল ইসলাম। স¤প্রতি চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই তার ডান হাত কেটে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোরাচালানির টাকা নিয়ে বিরোধ সাইদুলের হাত কেটে দিয়েছে প্রতিপক্ষরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ