Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ এএম

১. থালাইভি
২. চেহরে
৩. বেল বটম
৪. ভুজ : প্রাইড অফ ইন্ডিয়া
৫. ফ্যাকট্রি

চেহরে
উত্তর ভারতের এক হিল স্টেশন। চরম আবহাওয়া সেখানে প্রবল তুষারপাতে সামির মেহরার (এমরান হাশমি) একটি পথপার্শ্বের বাড়িতে আশ্রয় নিতে হয়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল কয়েকজন আইনজীবী-কয়েকজন উকিল, একজন অবসরপ্রাপ্ত বিচারক। আর স্বাভাবিকভাবেই একজন রহস্যময় কেয়ারটেকার। আর আছে একজন অজানা সিরিয়াল কিলার, তার চেহারা উন্মোচনের জন্য আইনের সঙ্গে জড়িত কয়েকজন মানুষ মেতে ওঠে এক খেলায়। এক নকল আদালত গড়ে তোলা হয় সেই বাড়িতে।
লতিফ জাইদি (অমিতাভ বচ্চন) সমীরকে এই শুনানিতে অংশ নেবার আমন্ত্রণ জানায়। পরম আত্মবিশ্বাসে সে রাজি হয়ে যায়। তার পক্ষের আইনজীবী হয় পরমজিত সিং ভুল­ার (আন্নু কাপুর) লতিফ বিবাদী উকিল। বিচারক জগদীশ আচার্য (ধৃতিমান চ্যাটার্জী) অনুপস্থিতিতেই বিচারকার্য তথা সওয়াল জবাব চলতে থাকে। নকল বিচার প্রক্রিয়া ক্রমে গুরুতর দিকে যেতে থাকে। প্রকাশ পেতে থাকে সমীরের আসলেই লুকাবার মত কিছু কথা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেহরে

২৪ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ