প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. শাঙ-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস
২. ফ্রি গাই
৩. ক্যান্ডিম্যান
৪. জাঙ্গল ক্রুজ
৫. প প্যাট্রল : দ্য মুভি
ফ্রি গাই
শন লিভি পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম ‘ফ্রি গাই’। ‘রিয়েল স্টিল’ খ্যাত পরিচালকের ফিল্মটিতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, জোডি কামার, জো কিয়ারি, লিল রেল হাওয়ারি এবং উৎরাক্ষ আম্বুদকার।
একজন সাধারণ ব্যাঙ্ক কর্মী (রায়ান রেনল্ডস) একজন ভিডিও গেমার। সুনামি গেমসের বিশ্বখ্যাত এআই যুক্ত গেমে গেমাররা সরাসরি সংশ্লিষ্ট হতে পারে; এই গেমের একটি ক্যারেক্টার এই সাধারণ ব্যাঙ্ক কর্মী তবে সে এনপিসি (ননপ্লেয়ার ক্যারেক্টার) গেমে তার নাম গাই বা ড্যুড। সে গেইমে তার অবস্থান বাড়াবার উদ্যোগ নেয়। গেইমের একজন ডেভলপার মিলি রাস্ক (কামার), সে নিজেও একজন গেমার যার নাম মলোটভ গার্ল। একসময় গাইয়ের হাতে গেইমের নিয়ন্ত্রণ এসে যায়, সে মূলত মিলির প্রেমে পড়ে তার কাছাকাছি হবার চেষ্টা চালিয়ে যায় আর গেইমের দুনিয়াকে রক্ষার জন্য তার সঙ্গে হাত মেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।