বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহানগরীতে পরিবেশ ছাড়পত্র না নিয়ে বহুতল ভবন নির্মাণ করায় ২ আবাসন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। আবাসন প্রতিষ্ঠান দু’টি হচ্ছে- সেভেন প্রপার্টিজ লিমিটেড এবং কোরাল রিফ প্রপার্টিজ লিমিটেড।
বৃহস্পতিবার পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সংক্রান্ত নোটিশের ওপর শুনানি শেষে জরিমানা করেন পরিচালক নুরুল্লাহ নুরী। তিনি জানান, পরিবেশ ছাড়পত্র না নিয়ে সেভেন প্রপার্টিজ দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় ৭ তলা ভবন নির্মাণ করছে।
অন্যদিকে কোরাল রিফ আগ্রাবাদের চৌমুহনীতে ১৫ তলা ভবন নির্মাণ করছে। পরিদর্শনে সত্যতা পাওয়ার পর তাদের শুনানিতে হাজির থাকতে নোটিশ দেওয়া হয়। প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে ২ প্রতিষ্ঠানকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় তরল বর্জ্য নির্গমন করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে সাফ ড্রেস লিমিটেড নামে একটি ওয়াশিং কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।