বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় আনোয়ার হোসেন (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়
বুধবার বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল ছালেকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আনোয়ার হোসেন আক্কেলপুর উপজেলার চৌধুরি পাড়ার স্বপন চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। ২০১০ সালের ২৮ মার্চ স্বপন চৌধুরীর ৪ বছরের ছেলে সাব্বির নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় আনোয়ার শিশুটিকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞানের পর অপহরণ করে তার ঘরের মধ্যে লুকিয়ে রাখেন। পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি।
পরবর্তীতে শিশুটির পরিবার জানতে পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে শিশু সাব্বিরকে উদ্ধার করে ও আনোয়ারকে আটক করে।এ ঘটনায় বাদী হয়ে শিশুটির চাচা আক্কেলপুর থানায় একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।