Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় প্রাণহানী ২ জনের, শনাক্ত ৩৯

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ২:১২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন সিলেটে। সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৭ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার) সকাল ৮টার মধ্যে সিলেট ২ জন করোনা রোগী মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৮ জন। এর মধ্যে ওসমানীতে ১১৫ জনসহ সিলেট মৃতের সংখ্যা ৯৫৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৭ জন রয়েছেন হবিগঞ্জের। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট শনাক্ত হন ২৮ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৬ জন ও ১ জন রয়েছেন হবিগঞ্জের। ৮৯৩ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ৪ দশমিক ৩৭ ভাগ। এর আগের চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছিলেন ৫৫ জন। সবমিলিয়ে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৭৭ জন সিলেটে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৭৮৩ জন সহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭৬ জন, সুনামগঞ্জের ৬২২৮ জন, মৌলভীবাজারের ৮০৬২ জন ও ৬৬১১ জন রয়েছেন শনাক্তের তালিকায় হবিগঞ্জের। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, গত চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৭১৪ জন। এছাড়া ৯৩ জন করোনা রোগী ভর্তি আছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ