প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ ২২ মার্চ বিশ্ব মাইম দিবস। মার্সেল মার্সোর জন্মদিনকে সারাবিশ্বে আন্তর্জাতিক মাইম দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বখ্যাত এই শিল্পী ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টার্সবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয় চর্চা এবং মার্সোর নাম সমার্থক হয়ে ওঠায় তার মৃত্যুর পর এ দিনটিকেই ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে মার্সেল মার্সোর জীবনাবসান ঘটে। ফ্রান্স প্রবাসী একুশে পদক প্রাপ্ত মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারে হাত ধরে ১৯৭৩ সালের দিকে বাংলাদেশে মাইম শিল্পের আগমন ঘটে, পরবর্তীতে কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জনসহ আরো অনেকের চর্চার মাধ্যমে বাংলাদেশের মূকাভিনয় এগুতে থাকে। পর্যায়ক্রমে তারা সবাই প্রবাসী হন। সর্বশেষ জিল্লুর রহমান জন কানাডা প্রবাসী হলে শিল্পটির ধারাবাহিক চর্চা ব্যাহত হয়। চলতি শতকের শুরুর দিকে স্থবির হয়ে যায় দেশের মাইম চর্চা। তখন শিল্পটির হাল ধরেন তরুণ মূকাভিনেতা নিথর মাহবুব। তিনি নিরলসভাবে এই শিল্পীকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। মঞ্চ ও টিভিতে তার নান্দনিক মাইম দেখে উদ্বুদ্ধ হয়ে বর্তমানে শিশু-কিশোর ও তরুণরা আগ্রহী হয়ে উঠছে মূকাভিনয় চর্চায়। ফলে মূকাভিনয় বাংলাদেশে আলোর মুখ দেখতে শুরু করেছে। নিথর মাহবুব ২০০৮ সাল থেকে ঢাকায় মাইম আর্ট নামে একটি মূকাভিনয় দল পরিচালনা করে আসছেন। এই দলের মাধ্যমে তৈরি হয়েছে তরুণ প্রজন্মের বেশ কিছু দক্ষ মূকাভিনয় শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন ফয়সাল, টুটুল, শুভ, রিপন, শুধাংশু, অনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।