Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অচিরেই শেষ হচ্ছে ‘রিমলি’!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘ক্ষীরের পুতুল’ এবং উষসী রায় অভিনীত ‘কাদম্বিনী’ ধারাবাহিক দুটি নির্ধারিত সময়ের আগে শেষ হবার পর এবার সম্ভবত একই ভাবে শেষ হতে যাচ্ছে ‘রিমলি’। জানা গেছে ইধিকা পাল ও জন ভট্টাচার্য অভিনীত ধারাবাহিকটি অচিরেই বন্ধ করে দেয়া হতে পারে। গত ফেব্রুয়ারিতে বিদিপ্তা চক্রবর্তী, রজত গাঙ্গুলী, কৌশিক চক্রবর্তী, মল্লিকা মজুমদার, সোহিনী সান্যাল, আনন্দ চৌধুরী এবং আরও ভাল কাস্ট নিয়ে ধারাবাহিকটি যাত্রা শুরু করে। পরিচিত প্রেক্ষাপট আর প্রধান জুটির অসাধারণ কেমিস্ট্রি নিয়ে যাত্রা ভালই ছিল। তবে এই যাত্রার কখনোই টিআরপি তেমন সন্তোষজনক ছিল না। তাতে চ্যানেল আর নির্মাতারা নিরাশ হয়ে পড়েন ক্রমান্বয়ে। কাহিনীটি এক প্রতিবাদী ও সংগ্রামী কৃষক পরিবারের মেয়ে রিমলিকে নিয়ে। মূল অভিনেত্রী ইধিকা এর আগে ফ্যান্টাসি ‘বেদের মেয়ে জোছনা’ রাজ চক্রবর্তীর ফিল্ম ‘কপালকুন্ডলা’তে অভিনয় করেছেন। অবশ্য ‘রিমলি’তেই তিনি প্রথম কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন। জন এর আগে ‘বোঝেনা সে বোঝেনা’ (যশ দাশগুপ্ত, মধুমিতা সরকার অভিনীত) এবং ‘নজর’-এর বাংলা রিমেক ‘নাগলীলা’তে অভিনয় করেছেন। এছাড়া তার একটি ফিল্ম মুক্তির প্রতীক্ষায় আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমলি

২১ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ