Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেবীগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:০১ এএম

দেবীগঞ্জ পৌরসভায় আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়েছে । এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে। ৯ টি ভোট কেন্দ্রে ৩২ টি বুধ স্থাপনের মাধ্যমে ১০ হাজার ৯১৪ টি ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন বিকাল ৪ টা পর্যন্ত।


তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী এবং ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্টরা।


নির্বাচনে মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এদিকে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট , পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন

৯ ফেব্রুয়ারি, ২০২২
২৭ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ