রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক স্বামী ছোরা দিয়ে তার তালাক দেয়া স্ত্রী ফারজানা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে। এসময় শাশুড়ি ও তার ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এঘটনা ঘটেছে। ফারজানার ভাই আহত কামরুজ্জামান জানান, ঘটনার সময় রাতে সে বাড়ির বাইরে বসেছিল। এসময় বাড়িতে চিৎকার হচ্ছে শুনে এগিয়ে গেলে তাকে ও তার মাকেও কুপিয়ে গুরুত্ব জখম করে। তার মা দিলুয়ারা বেগমকে বুকে ছোরা দিয়ে কোপায় ঘাতক সুমন। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারওয়ার রহমান জানান, উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আমির হোসেনের ছেলে সুমনের সাথে ২০১২ সালে বিয়ে হয় একই গ্রামের নূর ইসলাম কাচুর মেয়ে ফারজানা আক্তারের। এসময় তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। বর্তমানে ছেলে সিয়ামের বয়স ৩ বছর। কিন্তু পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। এরই জের ধরে রাত ১১টার দিকে সুমন তার সাবেক স্ত্রীর বাড়ি গিয়ে প্রথমে স্ত্রী ফারজানা আক্তারকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে গেলে ফারজানার মা দিলুয়ারা বেগম ও তার ছেলে কামরুজ্জামানকেও কুপিয়ে গুরুত্ব আহত করে। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘাতক সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত দিলুয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।