Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী অনুশাসন হলে নারীর প্রতি সহিংসতা কমবে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘নারী সহিংসতা ও পারিবারিক বিচ্ছেদ প্রতিরোধে ইসলামী অনুশাসন ও আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে নারীর প্রতি সহিংসতা কমবে। ইসলাম নারীর অধিকার নিশ্চিত করেছে। গতকাল রোববার নগরীর মুরাদপুরস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি ও আহলে সুন্নাতের মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী।

রজভীয়া নূরীয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হক কোম্পানির সভাপতিত্বে সভার উদ্বোধন করেন প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চবির অধ্যাপক কাউছার হামিদ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. মাসুম চৌধুরী। পরে অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ