Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালতলীতে সাংবাদিকের ওপর হামলা

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বরগুনার তালতলীতে সংবাদ সংগ্রহের সময় মল্লিক মো. জামাল নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে এলাকার চোরাকারবারি একটি সন্ত্রাসী চক্র। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের সংবাদের তালতলী প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মল্লিক মো. জামাল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় চোরাই মালামাল বিক্রি হয় এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। স্থানীয় ইমরান চোরাই মালামালের ছবি ও ভিডিও সংগ্রহে বাধা প্রদান করেন। একইসাথে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে তথ্য সংগ্রহ করে ফেরার পথে ঘটনার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হুমায়ুন খন্দকার এবং সংঘবদ্ধ চোরাচালানির সাথে জড়িত নাসিরসহ অপরিচিত ৫-৬ জন সাংবাদিক জামালের পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই হুমায়ুন খন্দকার ও নাসির চর-থাপ্পর ও রড দিয়ে এলোপাথারি পিটাতে থাকেন ও সাথে থাকা একটি এন্ড্রয়েড ফোন ভেঙে ফেলে। এসময় সে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে পাঠায়। পরে রাতেই সাংবাদিক মল্লিক জামাল তালতলী থানায় সন্ত্রাসী হুমায়ুন খন্দকার ও চোর চক্রের সদস্য নাসিরসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আহত সাংবাদিক মল্লিক জামাল বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরি করে বিক্রি করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যাই। তথ্য সংগ্রহ করে ফেরার পথে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হুমায়ুন খন্দকার এবং সংঘবদ্ধ চোরাচালানির সাথে জড়িত নাসিরসহ অপরিচিতরা আমার উপরে হামলা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করি।
এ বিষয়ে তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের ফোরামে জরুরি মিটিং ডাকা হয়েছে পরবর্তী সিদ্ধন্ত নেওয়া হবে। তালতলী প্রেসক্লাবের সভাপতি বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তিনি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক মল্লিক জামালের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ