Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

বৈমাত্র ভাইদের কাছ থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার করে দেয়ার নামে একটি চক্র প্রতারণাপূর্বক জমির বায়না দলিল তৈরী করে অর্থ আদায়ের জন্য সহজ সরল কৃষক দুলাল মিয়াকে অব্যাহত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অসহায় দুলাল মিয়া এর প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল শনিবার পুলিশ সুপারের বরাবরে লিখিত আবেদন করেছেন। পুলিশ সুপার নেত্রকোনা মডেল থানার ওসিকে অভিযোগটি সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেছেন। লিখিত অভিযোগে প্রকাশ, নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের সাতবুড়িকান্দা গ্রামের ইসমাইল মিয়ার মৃত্যুর পর তার বৈমাত্র ভাইগন মোঃ দুলাল মিয়াকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে। সহজ সরল দুলাল মিয়া পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা তদ্বির চালাচ্ছে। এই সুযোগে মদনপুর গ্রামের সোনা মিয়া ফারাস ও আল মোমেন গংরা দুলাল মিয়াকে তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার করে দেয়ার প্রলোভন দেখিয়ে বিগত ২০১৫ সনের ৪ অক্টোবর ৫০ লক্ষ টাকা জমির মূল্য সাব্যস্থ করে ৫০ হাজার দিয়ে সুকৌশলে ৪৯ লক্ষ টাকা পরিশোধ করার প্রতারণাপূর্বক জমি বায়না রেজিস্ট্রি দলিল তৈরী করে। উক্ত চক্রটি দুলাল মিয়ার পৈতৃক সম্পত্তি উদ্ধার না করে উল্টো তারা তাকে জমির রেজিষ্ট্রি করে দেয়ার জন্য অব্যাহত চাপ দিয়ে আসছে। দুলাল মিয়া তাদেরকে জমি রেজিষ্ট্রি করে দিতে অস্বীকার করায় উক্ত চক্রটি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষককে প্রাণনাশের হুমকির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ