রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
কাপ্তাই জাকির হোসেন সমিল এলাকায় ১১ হাজার ভোল্ট এবং ৪৪০ ভোল্টের দুটি বিদ্যুৎ পিলার হেলে পড়ায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে স্থানীয়রা। কাপ্তাই জাকির হোসেন সমিল এলাকায় ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের পিলার দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে প্রবল ঝড়ে বাঁকা হয়ে পাশের একটি বাসার টিনের উপর পড়ে আছে এবং ঘরটিও ভেঙে গেছে। বিদ্যুৎ বিভাগকে বাসার মালিক শহিদউল্লা চৌধুরী কয়েকবার মৌখিক ও লিখিতভাবে পিলারটি সোজা বা অন্যত্র স্থানান্তরের দাবি করার জন্য আবেদন করেও ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন। বাসার লোকজন প্রতিনিয় ছোট ছোট শিশুদের নিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে জানান তিনি। যে কোন সময় সম্পূর্ণ বাসাটি বিদ্যুৎয়িত হয়ে ঘরের সকলের প্রাণহানির ঘটনার আশঙ্কা করেছে এলাকার লোকজন। এছাড়া সমিল এলাকা হতে নতুনবাজার যাওয়ার পথে তিতুমীর স্কুলের পাশে ৪৪০ ভোল্টের একটি খুঁটি কাত হয়ে পড়েছে বর্ষার পানিতে পড়ে আছে। যার ফলে যে কোন মুহূর্তে খুঁটিটি পড়ে পথচারী ও স্কুলের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছে এলাকার সবস্তরের লোকজন। এলাকাবাসীর প্রশ্ন, বিদ্যুৎ বিভাগ কি এর কোন বিহিত ব্যবস্থা নেবে না? এ ব্যাপারে কাপ্তাই বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীকে কয়েকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।