Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেকআপ নিতে ইয়ামি গৌতমের তিন ঘণ্টা লেগেছিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

আসন্ন ‘ভূত পুলিশ’ ফিল্মে ইয়ামি গৌতম ভূতে পাওয়া এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন। এজন্য তাকে বিশেষ সাজে সাজাতে হয়েছে। অভিনেত্রী সম্প্রতি সেই অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এই প্রক্রিয়ায় তার অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। পুরো তিন ঘণ্টা লেগেছে মেকআপ নিতে আর সেই মেকআপ ছাড়াতেও লেগেছে আধা পৌনে এক ঘণ্টা। এছাড়া হিমাচলের শীতে তাকে খালে পায়ে অভিনয়ে অংশ নিতে হয়েছে। কিছু দৃশ্যে স্ট্রিংয়ের সাহায্য নিয়েও কাজ করতে হয়েছে। ইয়ামি ইনস্টাগ্রামে ‘ভূত পুলিশ’-এর ক্যামেরার পেছনের কিছু ছবি শেয়ার করেছেন। এতে অনেকে আন্দাজ করতে পারবেন তাকে এজন্য কতটা পরিশ্রম করতে হয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন. “হরর ফিল্মের প্রতি আমার পক্ষপাতের জন্য আমি এতে কাজ করতে রোমাঞ্চিত ছিলাম। এতে আমি ভূতে পাওয়ার ভূমিকায় অভিনয় করেছি। তিন ঘণ্টা লেগেছে এই সাজ নিতে আর মেকআপ ছাড়াতেও লেগেছে ৪৫ মিনিট, প্রতিদিন তা করতে হয়েছে। হিমাচলের শীতের রাতে খালি পায়ে স্ট্রিংয়ের সাহায্য নিয়ে শুটিংয়ে অংশ নিতে হয়েছে।” পবন কিরপালানির পরিচালনায় ‘ভূত পুলিশ’ ফিল্মে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, জাভেদ জাফরি, রাজপাল যাদব এবং জেমি লিভার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়ামি গৌতম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ