Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় রাত পোহালে ভোট

চেয়ারম্যান পদে দুই চাচাতো ভাইর লড়াই, মেম্বার পদে এক ওয়ার্ডে নির্বাচন স্থগিত

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় রাত পোহালে ভোট। ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহন। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে ধানসাগরে চেয়ারম্যান পদে এবং বাকিগুলিতে ওয়ার্ড সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ধানসাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শুধুমাত্র সদস্য পদে হাইকোর্টে মামলার কারনে (১৯ সেপ্টেম্বর) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন
এদিকে নির্বাচন সুষ্ঠ করতে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। স্ট্রাইকিং ফোর্স হিসাবে একজন জুডিসিয়াল ও তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশসহ আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। রবিবার সকাল থেকে ব্যালট, বাক্সসহ নির্বাচনী মালামাল সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দেয়া হছে।
উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার জানান, চারটি ইউনিয়নে ৪১ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ৯১ হাজার ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জামাল আহম্মেদ নামের এক ব্যাক্তির প্রার্থীতা বাতিল হওয়ায় তিনি হাইকোর্টে মামলা করেন। এ সংক্রান্ত জটিলতার কারনে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনের এক পত্রের মাধ্যমে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত জানান, ইউপি নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহীনিকে প্রস্তুত রাখা হয়েছে। আশাকরি কোন সমস্যা হবেনা।
শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রর্থী বিজয়ী হয়েছেন। শুধুমাত্র ধানসাগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মাইনুল ইসলাম টিপু ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মহিম আকনের মধ্যে প্রতিদ্বন্দিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দুই প্রার্থী সম্পর্কে আপন চাচাতো ভাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ