Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যা পাচ্ছে ছুড়ে মারছে স্ত্রী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ছেলেদের উপর রেগে গেলে মেয়েরা হাতের কাছে যা পায় সেটি ছুড়ে মারে। এই প্রবণতা লক্ষ করা গেল অক্টোপাসের মধ্যেও। সম্প্রতি একদল গবেষক অক্টোপাসের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছেন।
গবেষকরা অক্টোপাসের উপর নজর রেখেছিলেন। তারা দেখেছেন সাগরের তলদেশে থাকা স্ত্রী অক্টোপাস কী ভাবে পুরুষ অক্টোপাসের প্রতি বিরক্তি প্রকাশ করে। গবেষণা বলছে, বিপরীত লিঙ্গের প্রতি বিরক্তি প্রকাশ শুধু মানুষ নয়, অন্য প্রাণীদের মধ্যেও দেখা যায়।
আটপায়ে ওই সামুদ্রিক প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করছিল ওই দলটি। তাদের গবেষণার নাম ‘ইন দ্য লাইন অব ফায়ার : ডার্বিস থ্রোয়িং বাই ওয়াইল্ড অক্টোপাস’। সেখানেই অক্টোপাসের এই আচরণের খোঁজ পেয়েছেন গবেষকরা। যার সঙ্গে মানুষের ব্যবহারের আশ্চর্য মিল।
কোনও স্ত্রী অক্টোপাস নিগ্রহের স্বীকার হলে বা পুরুষ সঙ্গীর উপর বিরক্ত হলে পুরুষ অক্টোপাসের দিকে সাগরের তলায় থাকা বিভিন্ন বর্জ্য এবং শামুক-ঝিনুকের খোল ছুড়ে মারে।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে নজরদারি চালিয়ে গবেষকরা দেখেছেন স্ত্রী অক্টোপাসের এই স্বভাব খুব সাধারণ। তারা প্রায়শই এই কাজ করে বলে জানিয়েছেন গবেষকরা। সূত্র : দ্য টেলিগ্রাফ ইউকে, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ