মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভোটারদের অগ্রাধিকারের বিষয়ে করা জনমত জরিপে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। গবেষণা প্রতিষ্ঠান ডাটাফোলহা শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন লুলা। বামপন্থী এ রাজনীতিবিদ দেশটির ওয়ার্কার্স পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ব্রাজিলের সবচেয়ে রাজনীতিবিদদের একজন এবং ক্ষমতায় থাকাকালে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার তালিকায় শীর্ষে ছিলেন। ২০১৭ সালে লুলার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ আনা হয়। এরপর গ্রেফতার হয়ে ৫৮০ দিন কারাগারে ছিলেন। তার রাজনীতি করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৮ সালে নির্বাচনে লড়তে গিয়েও পারেননি। নতুন রায়ে বলা হয়েছে, পূর্বের বিচারক পক্ষপাতদুষ্ট হয়ে লুলাকে সাজা দিয়েছিলেন। অবশেষে ২০২২ সালে নির্বাচনের ময়দানে নামছেন লুলা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।