Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাবিইনি ম্যানিকিনটি প্রাণহীন : অভিষেক ব্যানার্জী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আসন্ন অ্যান্থলজি ফিল্ম ‘আংকাহি কাহানিয়া’র একটি অংশে অভিনেতা অভিষেক ব্যানার্জীকে পুরো একটি দৃশ্য একটি ম্যানিকিনের সঙ্গে অভিনয় করতে হয়েছে, অভিনেতা জানান, তিনি ভাবেনইনি যে পুতুলটি আসলে প্রাণহীন। অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিষেক বলেন, ‘আমার মনে হয় আমি একটুও ভাবিনি যে সেটি একটি জর বস্তু। আমার মনে হয়েছিল সে আমার দিকে তাকিয়ে হাসছে। জানি না সেটা কীভাবে সম্ভব হয়েছিল আর আমার কাছে তার কোনও উত্তরও নেই। আমার মনে হয় কাহিনীর সৌন্দর্য সেখানেই, পুরো কৃতিত্ব কাহিনীকারদের। আমার মনে হয় একসময় আমাদের সবার একজন বন্ধুর প্রয়োজন পড়ে, একজন সঙ্গীর, যার জন্য বাড়িতে ফেরা হয়, যার কাছে মনের দুঃখ বলা যায়। পরীর হলে তা সম্ভব। পরী আমার বন্ধু, তার সৃষ্টি আমার জন্য। তার হাসি চিরন্তন, অভিনয়শিল্পীরা সহশিল্পীর কাছ থেকে শক্তি পায়। আমরা পরস্পরের সংলাপ শুনি আর সেই মত কাজ করি। আমি জানতাম না একটি প্রাণহীন বস্তুর সঙ্গে কী করে অভিনয় করব, তাই শুরু থেকেই ভাবিনি সেটি একটি প্রাণহীন বস্তু, সে এক অদ্ভুত অভিজ্ঞতা।’ অভিষেকের অংশটি পরিচালনা করছেন অশ্বিনী আয়ার তিওয়ারি। অন্য দুটি অংশের পরিচালক অভিষেক চৌবে এবং সকেত চৌধারি। ত্রয়ী ফিল্মটি নেটফ্লিক্সে দেখা যাবে ১৭ সেপ্টেম্বর থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিষেক ব্যানার্জী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ