প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় মার্কিন টক শো ‘দি এলেন ডিজেনারেস শো’র ঊনবিংশতিতম ও শেষ সিজনের শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে এই সিজন শুরু হয়েছে। এই সিজনে প্রথম অতিথি জেনিফার অ্যানিস্টন, ‘ফ্রেন্ডস’ তারকাদের মধ্যে তিনি ২৩তম বারের মত এই টক শোতে অংশ নিলেন। ‘লেট নাইট’ উপস্থাপক জিমি কিমেল এলেনের পাশের আসনে বসছেন ২০তম বারের মত। আশা করা হচ্ছে, কিম কার্ডাশিয়ান ও এবারের শোতে থাকবেন। অন্য আরও যারা থাকবেন তাদের মধ্যে আছেন- টিফানি হ্যাডিশ, ইমাজিন ড্রাগন্স, মেলিসা ম্যাকার্থি, শন ‘ডিডি’ কম্বস, জুলিয়েন মুর এবং এলিসা এথারিজ। ডিজেনারেস গত মে মাসে যখন ঘোষণা দিয়েছিলেন ঊনবিংশতিতমটিই হবে তার টক শো’র শেষ তখন থেকেই ভক্তরা এটির প্রিমিয়ারের অপেক্ষায় ছিল। দি এলেন ডিজেনারেস শো’র নিজস্ব ডিজে স্টিফেন টিউইচ বস বলেন, ‘এলেন তিন বছর আগে ঘোষণা দিয়েছিলেন তিনি আর তিন বছরের জন্য চুক্তিবদ্ধ আছেন। তাই তিনি তার ঘোষণার প্রতি সৎ থাকছেন। এটি আসলে চমকে যাবার ব্যাপার নয় কারণ তিনি আগেই ঘোষণা দিয়েছেন। বুজতেই তো পারছেন।’ গত জুলাইতে অনুষ্ঠানে বেশ কিছু ঝামেলার সৃষ্টি হয়, তবে এলেন তা সামলে ওঠেন। শেষ সিজনে এলেন আর তার সহকর্মীরা তাদের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন ২০ বছর তাদের ভালবাসা ও সমর্থনের জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।