বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি’র সিরিজ মিটিংয়ের কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা বলে আ’লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, কিন্তু কোন সরকারের অধীনে কখনই নির্বাচন হয়না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। রাত ১২ টায় যারা টেলিভিশনের টক শোতে বড় বড় কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে সেটি কোন দিন বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। সুতরাং মিথ্যা স্বপ্ন দেখে লাভ নেই। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার, এদেশে বার বার দরকার।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন, শেখ হাসিনা সরকার সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাস করে। যে কারণে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।আর তাই দেশের প্রতিটি প্রতিটি প্রান্তে যেন উন্নয়ন ছোঁয়া লাগে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, আজকে বাংলাদেশ বদলে গেছে ছেড়া কাপড় বা খালি পায়ে মানুষ দেখা যায় না। কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। এটাই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে।
তিনি জনগণকে সতর্ক করে বলেন, নির্বাচন এলেই শীতের অতিথি পাখিরা আসে আপনাদের কাছে, তারা ভোট চায়, কিন্তু ভোটের পর আর তারা এলাকায় থাকে না, উন্নয়ন ও করে না। তাই অতিথি পাখিরা নির্বাচনে ভোট চাইতে এলে তাদের ফিরিয়ে দিবেন।
তিনি আরো বলেন, চরফ্যাশন উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। দেশের অন্যান্য অঞ্চলের মত চরফ্যাশনেও উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে সব কিছুই এখন হাতের নাগালে। এখন সুদূর কুকরী-মুকরি থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তিও আবেদন করা যায়, কৃষকরা ক্ষেতে বসেই কর্মকর্তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে সমাধান পাচ্ছেন। এটাও ডিজিটালাইডজ বাংলাদেশ সুফল।
অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে চরফ্যাশন সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র মো: মোরশেদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মো: কায়সার, জেলা তথ্য কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান সহ ভোলা জেলার সাংবাদিক প্রমুখ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এর আগে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।পরে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার ও ফ্যাশন স্কয়ার পরিদর্শন করেন। এছাড়াও তিনি ভোলা ও চরফ্যাশন উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।