বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ শক্তিশালী দল হিসেবে পরিচিত। সাধারণ জনগণ এই দলকে ভালবাসে। কারণ স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীরোত্তম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ক্রান্তি কালে নেতৃত্ব দিয়েছিলেন।
ডা. শাহাদাত গতকাল বাদ জুমা নগরীর পশ্চিম বাকলিয়া ধনীরপোল এলাকায় ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির সদস্য ফরম পূরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যখন ঘোষণা দেওয়ার মত কেউ ছিল না, ঠিক সেই মুহূর্তে এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিকামী মানুষের হৃদয়ে তখন থেকেই স্থান করে নিয়েছেন। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই তিনি ব্যারাকে ফিরে যান নি। তিনি জেড ফোর্স গঠন করে রণাঙ্গনে রণাঙ্গনে যুদ্ধ করে এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে, এদেশের মানুষ শহীদ জিয়াকে ভালবাসে, শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচিকে ভালোবাসে। তার হাতে গড়া দলকে তাই তৃণমূল থেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক একেএম জাফরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ বিএ, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, ওমর ফারুক, খোরশেদ আলম, মুহাম্মদ শহীদুল্লাহ শাহজাহান, শামসুল হক, ইসমাইল বাবুল, মোঃ মহসিন, মোঃ শাহেদ, কামরুল ইসলাম, গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, আব্দুর রহিম, মোঃ হোসেন, হাশেম সওদাগর, ইব্রাহিম বাচ্চু, বেলাল হোসেন চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।