বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় মৃত্যুবিহীন ৪৮ ঘন্টা অতিক্রম করল দক্ষিণাঞ্চল । শণিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায়ও দক্ষিনাঞ্চলের ৬ জেলায় কোন মৃত্যু সংবাদ ছিলনা। এরআগে স্বাস্থ্য বিভাগ শুক্রবারেও গোটা দক্ষিণাাঞ্চলে করোনায় কোন মৃত্যু সংংবাদ দেয়নি। তবে গত ২৪ ঘন্টায় মাত্র ২৮৮ জনের নমুনা পরিক্ষায় আরো ২৫ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে ঝালকাঠীতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এনিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট ২ লাখ ৭ হাজার ৫১৮ জনের নমুনা পরিক্ষায় ৪৪ হাজার ৭৬৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল । গড় শনাক্তের হার ২১.৫৭%। আর এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭৬ জনের। মৃত্যু হার ১.৫১%।
গত ২৪ ঘন্টায় বরিশালে ৭৯ জনের নমুনা পরিক্ষায় ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে মহাানগরীতেই ৭ জন। এনিয়ে মহানগরীতে ১০ হাজার ৩৭৩ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের মোট সংখ্যা ১৮ হাজার ১৬৫। আর মৃত্যুর সংখ্যা আগের মতই ২২৯ জনই রয়েছে। যারমধ্যে মহানগরীতেই ১০১ জন। ভোলাতেও গত ২৪ ঘন্টায় ১শ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যাা ছিল ৯ জনই। জেলাটিতে এপর্যন্ত আক্রান্ত ৬ হাজার ৭৪৪ জনের মধ্যে মারা গেছেন ৯১ জন।
দক্ষিণাঞ্চলে সর্বাধীক সংক্রমনের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় মাত্র ১১ জনের নমুনা পরিক্ষা হলেও কোন শনাক্ত ছিলনা। জেলাটিতে এপর্যন্ত ১৭ হাজার ৭৫৪ নমুনা পরিক্ষায় ৪ হাজার ৫৯২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৯ জন। গড় সংক্রমন হার ২৫.৮৩%। যা দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ।
দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের পিরোজপুরে ৩১ জনের নমুনা পরিক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। খুলনা-বাগেরহাটের সীমান্তবর্তী এ জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ২৪০ জন আক্রান্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতে গত ২৪ ঘন্টায় মাত্র ৭ জনের নমুনা পরিক্ষায় দুজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৩ হাজার ৮৩০ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯৭ জন। গড় মৃত্যুহার এখনো ২.৫৩%। এ অঞ্চলেরর দ্বিতীয় সর্বাধীক মৃত্যুহারের পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরিক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৬ হাজার ১৬৪ জন অক্রান্তের মধ্যে মারা গেছেন ১০৭ জন। গড় মৃত্যুহার এখনো১.৭৪%।
তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জ্য়ে আরো ২৬ জন সহ ৪১ হাজার ৮০৪ জন সুস্থ্য্য হয়ে উঠেছেন। গড় সুস্থতার হার এখন ৯৩.৩৯%। যা আগের দিনের চেয়ে মাত্র দশমিক ১ ভাগ বেশী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।