Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে একসঙ্গে তিন সন্তান প্রসব

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছে গৃহবধূ কুলসুম বেগম (২৮)। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য তার বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত ৮ বছর পূর্বে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের ব্যবসায়ী ফিরুজ মাহাম্মদের কাছে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের কন্যা কুলসুম বেগমের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। প্রসূতির স্বামী নুর মোহাম্মদ জানান, গত কয়েক মাস আগে সন্তান প্রসবের জন্য তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে যান। শুক্রবার সকালে তার স্ত্রী কোন অপারেশন ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। নবজাতক তিনটি প্রায় ৮ কেজি ওজনের। কুলসুম বেগমের পিতা নুর মোহাম্মদ জানান, আমার মেয়ের প্রসব ব্যাথা উঠলে আমাদের বাড়িতেই স্বাভাবিক প্রক্রিয়ায় সে তিনটি কন্যা সন্তান প্রসব করে। আমার মেয়ে ও নবজাতক সকলেই সুস্থ্য আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে একসঙ্গে তিন সন্তান প্রসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ