পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’ অবশেষে ছাড়পত্র পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি ছবিতে হুসনে আরা নামে এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। বলিউডে ‘দাবাং’ ‘কমান্ডো’ ‘দঙ্গল’ ছবির সফল সহকারী পরিচালক হায়দার খানের হাতে তৈরি রোহিঙ্গা ছবি।
পরিচালক ছবিতে মিথিলার অভিনয়ের ভ‚য়সী প্রশংসা করেছেন। সাংবাদিকদের হায়দার খান বলেন, ‘মিথিলাকে এই চরিত্রটির জন্য নির্বাচন করার সিদ্ধান্ত একটু কঠিন ছিল। কিন্তু রোহিঙ্গা মেয়ের চরিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলার ছবি দেখে তিনি বলেছিলেন, ‘তোমার চেহারাটা ইউনিক। আমি তোমার সঙ্গে কাজ করতে চাই।’ মিথিলাও বলিউডের প্রস্তাব লুফে নেন। জবাবে বলেছিলেন, ‘অবশ্যই।’
মুক্তি পেলে বলিউড দিয়েই অভিষেক হচ্ছে বাংলাদেশি মিথিলার। করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
জানা গেছে, ছবিতে আরাকান ও হিন্দি দুই ভাষায় কথা বলতে দেখা যাবে মিথিলাকে। হিন্দি ভাষায় পারদর্শী। তাই সংলাপ বুঝতে আর বলতে তেমন কোনো অসুবিধা হয়নি তার। তবে শুটিং সেটে তার জন্য একজন অনুবাদক রেখেছিলেন পরিচালক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।