Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রিতা নারীকে আটকে রেখে ধর্ষণ

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকার একটি বাড়ীতে আশ্রিতা হিসেবে বসবাস করা এক নারীকে জোরপূর্বক অপহরণের পর ১৮ ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই নারীকে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার নায়ক ও রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ডেসপাস সহকারী মুরাদ হোসেনসহ অজ্ঞাত পরিচয়ের আরো দুই জনকে আসামি করে গতকাল শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। মুরাদ জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে। তবে ঘটনার পর থেকেই মুরাদ হোসেন আতœগোপনে রয়েছেন বলে জানা গেছে।
রাজবাড়ী হাসপাতালের গাইনি ওয়ার্ডের ক্যাবিনে ভর্তি থাকা ওই নারী (১৮) বলেন, মোবাইল ফোনে টাকা লোড দিতে পাশে থাকা বাস টার্মিনালের একটি দোকানে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ করেই মুরাদ ও তার দুইজন সহকারী তার মুখ আটকে ধরে এবং জোরপূর্বক একটি গাড়ীতে টেনে হেঁচড়ে তোলে। এক পর্যায়ে তারা জেলা শহরের বড়পুর এলাকার একটি চার তলা ভবনের রুমে এনে তাকে তোলেন। ওই সময় থেকে গত বুধবার দুপুর পর্যন্ত মুরাদ ও তার সহযোগীরা তাকে একাধিকবার ধর্ষণ করে।
রাজবাড়ী হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. নাজনিন সুলতানা বলেন, ভর্তির সময় মেয়েটি খুবই অসুস্থ ছিল। তবে গতকাল দুপুর পর্যন্ত মেয়েটিকে সুস্থ করে তোলার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশিল কুমার রায় জানান, মেয়েটি শারিরীক সমস্যার চাইতে মানসিক ভাবে বেশি ভেঙ্গে পড়েছেন। মেয়েটির আলামত সংগ্রহ করা হয়েছে। খুব শিঘ্রই মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হবে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মনিরুজ্জামান বলেন, ওই নারী নিজেই বাদি হয়ে মুরাদ হোসেনকে প্রধান এবং অজ্ঞাত পরিচয়ের আরো দুই জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকেই মুরাদ আত্মগোপনে থাকায় তাকে গতকাল বিকাল পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশ্রিতা নারীকে আটকে রেখে ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ