Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ড্রামের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১:২৩ পিএম

রাজধানীর মিরপুর কলেজের পেছনে পড়ে থাকা একটি নীল রঙের ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে ড্রামের ভেতরে ভরে ঘাতকেরা ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মেজবাহ উদ্দিন বলেন, ওই যুবকের নাম-পরিচয় শনাক্তের লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে ওই যুবককে কে বা কারা হত্যা করেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।


নিহত যুবকের লাশের ময়নাতদন্ত হবে বলে জানায় পুলিশ। এ জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ