Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তবুও চলছে বাণিজ্য কার্যক্রম

১০ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা

কামারখন্দ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সিরাজগঞ্জ জেলার সদর পৌরসভার নিউমার্কেট এর দুই পাশের পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ। মার্কেটের ব্যবসায়ীগণ জানায় মাঝে মধ্যে ছাদের নিচের দিক থেকে বড় চটা খসে পড়ে। প্রায় ১০ বছর আগে গণপূর্ত বিভাগ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপরও ঝুঁকি নিয়ে বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। হাট কমিটির সভাপতি মো. শাহ জামাল বলেন, মেয়র বিষয়টি নিয়ে একটা ব্যবস্থা করার চিন্তা করেছিলেন। তবে ৬০ বছর প্রায় হয়ে গেছে বিল্ডিং এর বয়স। পৌর নিউ সুপার মার্কেটের সভাপতি মো. শাজাহান বলেন, পুরনো বিল্ডিং মাঝে মধ্যে চটা পরতে দেখা যায়। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। পুরাতন বিল্ডিংয়ের ব্যবসায়ী মো. রওশন, মো. আলম, মো. রাজ্জাক, উজ্জল, মো. সহিদুল, মো. রিপন, মো. চাঁন বলেন আমারা অনেক ঝুঁকি নিয়ে ব্যবসা করছি। মেয়র নতুন ভবন করে দিলে আমরা ঝুঁকি হতে বাঁচবো। পৌরসভার সচিব বলেন, কয়েকবার এ ভবন ভেঙে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছিল মেয়র। কিন্তু ব্যবসায়ীদের অনুরোধে তা স্থগিত করা হয়েছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য কার্যক্রম

১৭ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ