Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় নাকাল যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

করোনার তৃতীয় ঢেউয়ে নাকাল যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২২৮২ জনের মৃত্যু হয়েছে। টিকাদানে এগিয়ে থেকেও করোনাভাইরাসে বিপর্যস্ত দেশটি। ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৪ হাজার ৫০৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ২৮২ জন। এ নিয়ে করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ২৩ জন। করোনার সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়নকারী দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। তবে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারী অনেকে ফের করোনা আক্রান্ত। এছাড়া যেসব অঙ্গরাজ্যে টিকা গ্রহণের হার কম, সেসব রাজ্যে সংক্রমণের হার বেশি। এছাড়া ২৪ ঘণ্টায় ৩০ হাজারের আশপাশে রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাজ্য ও তুরস্কে। একই সময়ে মেক্সিকোয় ১ হাজারের বেশি আর রাশিয়া ও ব্রাজিলে প্রায় ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটার ওয়েব।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ