Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ বছরই বিয়ে করবেন হুমায়রা হিমু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমু এ বছরই বিয়ে করবেন বলে জানিয়েছেন। পারিবারিকভাবে তার পাত্র দেখা চলছে বলে তিনি জানান। হুমায়রা হিমু বলেন, পরিবার থেকে পাত্র দেখা হচ্ছে। পরিবারের সিদ্ধান্তেই আমি বিয়ে করবো। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে। এদিকে, হিমু বর্তমানে নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। এ ব্যাপারে তার আক্ষেপও রয়েছে। তিনি বলেন, শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখান কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে। এজন্য, কাজের সংখ্যা কমিয়ে ভাল কাজে মনোযোগ দিয়েছি। অনেক কাজের চেয়ে ভাল কাজ দিয়ে নিজের অবস্থান ধরে রাখতে চাই। বর্তমানে হিমু চাপাবাজ, বউ বিরোধ, গোলমাল, নানা রঙের মানুষসহ একাধিক ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। নাটকের বাইরে হিমু অভিনীত তোরে কত ভালোবাসি সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি নির্মাণ করেছেন দেওয়ান নাজমুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুমায়রা হিমু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ