Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম



১. শাঙ-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস
২. ফ্রি গাই
৩. ক্যান্ডিম্যান
৪. জাঙ্গল ক্রুজ
৫. প প্যাট্রল : দ্য মুভি

শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। অভিনয় করেছেন শিমু লিউ, টোনি ল্যুঙ চিউ ওয়াই, অকোয়াফিনা, মিশেল ইও, ফ্লোরিয়ান মুন্টো।
শন নামে শাং-চি (সিমু লিউ) সান ফ্রান্সিস্কোর একটি পার্কিং স্পটে ভ্যালের কাজ করে; তার মতই তার সহকারী কেটি (অকোয়াফিনা) তাদের পেশা নিয়ে সন্তুষ্ট। এক রহস্যময় আততায়ী শাঙ-চিকে শৈশবে তার মায়ের দেয়া নেকলেসটি ছিনিয়ে নেবার জন্য আক্রমণ করে। এই ঘটনা থেকেই সব বদলে যায়। কেটি আর শন দুজনেই এক ঘটনার পাকে জড়িয়ে পড়ে। তাদের বিশ্বাস শনের বোন শিয়ালিংএর কোনও বিপদ হয়েছে। দুজন এই এক মিশনে বেরিয়ে পড়ে। তারা তাদের বাবা ওয়েনউর (টোনি ল্যুং) খোঁজে বেরোয় যে তাদের জীবনের বেশির ভাগই এড়িয়ে চলেছে। তারা জানতে পারে তাদের মায়ের দেশটি ধ্বংস করার ষড়যন্ত্র। কেটি, শাং-চি আর শিয়ালিং মিলে তার বিরুদ্ধে দল বাঁধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস

১৭ সেপ্টেম্বর, ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ