পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অনলাইনে আবেদন এবং অনলাইনে গেট পাস ফি পরিশোধ ছাড়া বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
গতকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে। গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই থেকে অনলাইনে ফি পরিশোধের পাশাপাশি প্রথাগত নিয়মে অর্থাৎ নগদ অর্থ পরিশোধের মাধ্যমেও মালবাহী গাড়ি প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরে।
নতুন এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য এতোদিন অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন এবং ফি নেওয়া হতো। তবে বুধবার থেকে অনলাইন ফি পরিশোধের বিষয়ে কঠোর হচ্ছে বন্দর । চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, গত ২ আগস্ট এক চিঠিতে বন্দর ব্যবহারকারীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে ফি পরিশোধে জটিলতা এড়াতে বন্দরের আটটি গেটের পাশেই সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।