Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ জনই মানকাড আউট!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ক্রিকেট মাঠে মানকাড করে আউটের ঘটনা বরাবরই বিতর্কিত। ২০১৯ সালে আইপিএলের একটি ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনও মানবাড করে আউট করেন জোস বাটলারকে। আর এ জন্য রীতিমতো বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে সাধারণত এতদিন একটি ম্যাচে একবারই হয়তো মানকাডের ঘটনা ঘটেছে।
কিন্তু একটি ম্যাচে চারবার! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন ক্যামেরুনের ১৬ বছর বয়সি এক মহিলা ক্রিকেটার। উইমেন্স টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে উগান্ডা এবং ক্যামেরুনের ম্যাচে ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অভিষেকেই এই কাণ্ড ঘটাল মায়েভা ডৌওমা। ম্যাচে বোলিং পরিসংখ্যানের দিক থেকে একটিই উইকেট পেয়েছে মায়েভা। কিন্তু মানকাড করেই আউট করেছেন উগান্ডার আরও চারজন ব্যাটসম্যানকে।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে মায়েভার সেই ভিডিও। যেখানে তিনি রানার্স এন্ডে থাকা একের পর ক্রিকেটারকে পরপর মানকাড করে চলেছেন। অনেকেই তার এই কাজ দেখে মজা করেছেন। কেউ কেউ আবার ওই ক্রিকেটারের এহেন কাজের সমালোচনাতেও মুখর।
কিন্তু কী এই মানকাড? কোনও ব্যাটসম্যান নন-স্ট্রাইকার এন্ডে থাকাকালীন বোলারের ডেলিভারির আগে যদি ক্রিজ থেকে বেরিয়ে যান, তখনই মানকাডিংয়ের প্রসঙ্গ উঠতে পারে। কারণ সেই মুহূর্তে বোলার উইকেটে বল ঠেকিয়ে দিলেই ওই ব্যাটসম্যান আউট।
সীমিত ওভারের ক্রিকেটে নন-স্ট্রাইকার এন্ডে থাকা ব্যাটসম্যানদেরই এই প্রবণতা বেশি দেখা যায়। রান নেওয়ার জন্য সদা প্রস্তুত থাকেন তিনি। স্ট্রাইকার ইশারা করলেই দৌড় লাগান। ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) রয়েছে ক্রিকেটের রুলবুক। যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, নন-স্ট্রাইকার এন্ডের ব্যাটসম্যান যদি বল ডেলিভারি করার আগেই ক্রিজ ছাড়েন, তবে ওই ব্যাটসম্যানকে রান আউট করতে পারেন বোলার। সূত্র : ইএসপিএন ক্রিকইনফো, রেডিড ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ