বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ধোবউড়া উপজেলার সীমান্তবর্তী কড়াইগড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী আটক করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুর দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ধোবাউড়া উপজেলার দুই নং মাইজপাড়া ইউনিয়নের মুন্সীপাড়া বিওপি’র হাবিলদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কড়াইগড়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভারতের সীমান্ত এলাকা থেকে চোরাকারবারীদেরকে মালামাল নিয়ে এদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি জোয়ানরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যায়। বিজিবি’র জোয়ানরা ঘটনাস্থল থেকে ২৫ কার্টুনে ১১ হাজার ৫ শত পিস ভারতীয় সাইন স্কিন প্রসাধনী সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত প্রসাধনী সামগ্রী বুধবার বিকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।