Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়া ইস্যুতে সুর নরম যুক্তরাষ্ট্রের

এবার জাপান সাগরে জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

উত্তর কোরিয়া এবার জাপান সাগরে পরীক্ষামূলকভাবে জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এ ধরনের পরীক্ষা করা হলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে জেসিএস ঘোষণা করেছিল যে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার জাতিসংঘের প্রস্তাবনা পরিপন্থী। তবে এ বিষয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপান বিস্তারিত কিছু জানায়নি। এই পরীক্ষার মাত্র কিছুদিন আগে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, যা জাপানের বেশিরভাগ স্থানে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। জাপানের প্রধানমন্ত্রী ইশিহাইদি সুগা বলেছেন, এ ধরনের পরীক্ষা তার দেশের ও এই অঞ্চলের নিরাপত্তার প্রতি হুমকি। খবর বিবিসির। এদিকে, উত্তর কোরিয়ার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার উত্তর কোরিয়ায় নিযুক্ত মার্কিন দূত সাং কিম এই ইঙ্গিত দিয়েছেন। সোমবার উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা নতুন স্বল্পপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর পরের দিন উত্তর কোরিয়ার ইস্যুতে বৈঠক করে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে সাং কিম বলেছেন, ‘ডিপিআরকে’র (উত্তর কোরিয়ার সরকারি নাম) প্রতি যুক্তরাষ্ট্রের কোনো বৈরী উদ্দেশ্য নেই। আমরা আশা করছি, কোনো পূর্বশর্ত ছাড়াই ডিপিআরকে আমাদের দেওয়া একাধিক প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে।’ উত্তর কোরিয়া এ পর্যন্ত ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশটি। পিয়ংইয়ংকে নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে তিন দফা বৈঠক করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব বৈঠকে শেষ পর্যন্ত কোনো ফায়দা হয়নি। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, উত্তর কোরিয়াকে পুরোপুরো নিরস্ত্রীকরণে সম্মত করতে তার প্রশাসন কূটনৈতিক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি করবে। তবে এ বিষয়ে কিম জং উনের সাথে দর কষাকাষির কোনো ইঙ্গিত এখনও দেয়নি ওয়াশিংটন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ