Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় দেশকে লক্ষ্যবস্তু বানানো জোটের ভবিষ্যৎ নেই : চীন

মার্কিন নেতৃত্বে ওয়াশিংটনে বসছে কোয়াড সম্মেলন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে বসছে আঞ্চলিক জোট কোয়াডের সম্মেলন। চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হয়েছে জোটটি। এবারই প্রথমবারের মতো জোটের প্রতিনিধিদের শারীরিক উপস্থিতিতে সম্মেলন আয়োজিত হচ্ছে। তবে মঙ্গলবার এই জোটের নিন্দা জানিয়েছে চীন। বেইজিং বলছে, তৃতীয় দেশকে লক্ষ্যবস্তু বানিয়ে আঞ্চলিক জোট গঠন জনপ্রিয় হবে না আর এর কোনও ভবিষ্যৎ নেই। চার দেশের জোট কোয়াড নিয়ে বেইজিং আগেই বলেছে, স্নায়ুযুদ্ধের আদর্শ নিয়ে গঠিত হয়েছে এটি। এছাড়া এই জোট আন্তর্জাতিক শৃংখলার ক্ষতি করবে বলেও মনে করে তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে কোয়াড সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ সম্মেলনে যোগ দেবেন। কোয়াড সম্মেলন নিয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, কোনও তৃতীয় দেশকে লক্ষ্যবস্তু বানানো তাদের উচিত হবে না। তিনি বলেন, ‘চীন বিশ্বাস করে কোনও আঞ্চলিক জোটের কাঠামো হওয়া উচিত সময়ের প্রেক্ষাপটের আলোকে এবং আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতাই এর ভিত্তি হবে। কোনও তৃতীয় দেশ বা তাদের স্বার্থের ক্ষতি করা তাদের উচিত নয়।’ ঝাও লিজিয়ান বলেন, ‘জোর দিয়ে বলতে চাই, এশিয়া প্রশান্ত মহাসাগর এলাকায় চীন কেবল অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন নয়, বরং শান্তি রক্ষার মূল শক্তি।’ শান্তির জন্য চীনের শক্তি বৃদ্ধিকে পৃথিবীর জন্য ভালো খবর বলে আখ্যা দেন তিনি। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ