Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা নেননি বলে মেট গালাতে যোগ দিতে পারলেন না নিকি মিনাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সারা দুনিয়ায় কোভিড-১৯ তান্ডব চলছে। দুই ডোজ টিকার জন্য সবার মাঝে হুড়োহুড়ি। বলার অপেক্ষা রাখে না গায়িকা নিকি মিনাজ একজন অগ্রাধিকার প্রাপ্ত মানুষ, মার্কিন নাগরিক বলে টিকা পাওয়া তার জন্য কঠিন নয়। কিন্তু তিনি টিকা না নেবার সিদ্ধান্ত নিয়েছেন, তা ফল পেলেন হাতে নাতে। গত সোমবার মেট গালাতে ঢুকতে পারেননি তিনি শুধু টিকা নেননি বলে। কয়েকটি টুইটের মাধ্যমে তিনি জানান, মেট গালা শুরু হতে যাচ্ছে। তিনি জানান প্রত্যেক অভ্যাগতর জন্য টিকা নেয়া আবশ্যিক তিনি টিকা নেননি বলে এবছরের মেট গালাতে অংশ নিতে পারছেন না। তিনি টুইট করেন, ‘তারা চায় মেটে যোগ দিতে হলে আমাকে টিকা নিতেই হবে।’ ‘আমি যদি টিকা নিইই, তাহলে তা অবশ্যই মেটে অংশ নেবার জন্য নেব না। আমি যথেষ্ট রিসার্চ করেছি অনুভব করার পরই টিকা নেব। আমি এখন তাই করে যাচ্ছি। আর এখন সবার জন্য বলছি, আমার ভালবাসার মানুষেরা , তোমরা নিরাপদ থেকো। এমন মাস্ক পরিধান কর যা দুই স্ট্রিং দিয়ে মাথা আর চেহারার সঙ্গে আটকে থাকে। ঢিলাগুলো নয়।’ ‘এর থেকে মুক্তির জন্য প্রার্থনা করো আর নিশ্চিত করো তুমি স্বস্তিতে আছ তোমার সিদ্ধান্ত নিয়ে, কারও জোরাজুরি মেনো না।’ ত্রিনিদাদে জন্মগ্রহণকারী মার্কিন এই র‌্যাপ গায়িকা তার স্পষ্টবাদী গানের বানির জন্য বিখ্যাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিকি মিনাজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ