Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকায় আদালতের আদেশ অমান্য করে বাড়ি নির্মাণ করছে কাউয়ুম মোল্লা নামে জনৈক এক ব্যক্তি। প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২-১১-২০১০ তারিখে কাউয়ুম মোল্লার নিকট থেকে ১২২০৭নং দলিলের মাধ্যমে ৩.৫০ শতাংশ জমি ক্রয় করে মৃত সিদ্দিক মোল্লার স্ত্রী মিনু আক্তার ও কবির মোল্লার স্ত্রী বীথি আক্তার। কাউয়ূম মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে বাড়ির জমি মিনু ও বীথিকে দখল না বুঝিয়ে দিয়ে ওই জমির ওপর নিজেই বাড়ি নির্মাণ করছে। বাধ্য হয়ে মিনু ও বীথি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ফরিদপুরে একটি মামলা করে। বিজ্ঞ আদালত গত ১১-০৫-২০১৬ তারিখে ৫৩১নং স্মারকে তপশিল বর্ণিত জমিতে আইনশৃঙ্খলা বিঘিœত না ঘটে, যে যে অবস্থায় আছে বজায় থাকার নিদের্শ দেন। কিন্তু কাউয়ূম মোল্লা আদালতের আদেশ অমান্য করে বাড়ি (বিল্ডিং) নির্মাণ করছে। এ বিষয়ে মিনু ও বীথি জানায়, আমাদের ক্রয়কৃত জমি কাইয়ূম মোল্লা দখল না বুঝিয়ে দিয়ে নিজেই বাড়ি নির্মাণ করছে এবং আমাদের ভয়-ভীতি দেখাচ্ছে। তারা আরো জানান, ফরিদপুর পৌরসভার মাননীয় মেয়র এ বিষয়ে নিষ্পত্তি করার জন্য একাধিকবার কাইয়ুম মোল্লাকে নোটিশ প্রদান করলেও তিনি পৌর সভায় হাজির হননি। এ বিষয়ে অভিযুক্ত কাউয়ূম মোল্লা জানান, আমি আমার নিজ জমিতে বাড়ি নির্মাণ করছি। অন্যকারো জমির উপরে নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ