Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার বাকৃবিতে আসছেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বাকৃবি প্রতিনিধি | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪০ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাকৃবি আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার (১৬/৯/২১) ওই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার দুপুরে বিশ^বিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

ড. মো. সাইদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ১৩ ই ফেব্রুয়ারি বাকৃবি চত্ত¡রে পদার্পন করে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন। তারই ধারবাহিকতায় কৃষিবিদদের অবদানে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তেই মেধাবী শিক্ষার্থীরা আজ এই পেশাই আকৃষ্ট। যার ফলে দেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা সম্ভব হয়েছে। এখন সময় এসেছে দেশের মানুষের খাদ্যের অভাব মিটিয়ে বাহিরের দেশে কৃষিজ দ্রব্য রপ্তানি করার। যার জন্য দেশের সকল কৃষিবিদরা নিরলস কাজ করে যাচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বাকৃবি মর্যাদাপূর্ণ স্থান লাভ করে যার কৃতিত্ব আমরা উৎসর্গ করেছি বঙ্গবন্ধুকে। তাই বৃহস্পতিবার আলোচনা সভার বিষয়বস্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা এবং সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকেবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, নীল দলের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. সাদিকুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ নূরজ্জামান, আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, আপ্যায়ন উপ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা, প্রচার ও প্রকাশনা সাব কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আফরিনা মুস্তারি সহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাকৃবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ