Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাস অতিবাহিত হলেও সন্ধান পাননি স্ত্রীর

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

দীর্ঘ দুইমাস সাত দিন অতিবাহিত হয়ে গেলে সামিয়া তারান্নুম উর্মি আর ফিরে আসেনি। কাপ্তাই প্রজেক্ট এলাকায় বসবাসরত মো. নাফিজ রহমান বলেন, আমার শাশুড়ী রোকেয়া বেগম রাতে ফোন করে মেয়েকে বলে তোমার পিতা অনেক অসুস্থ, তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে, তোমাকে দেখতে চায়। পিতার অসুস্থের খবর শুনে শ্বশুরালয় হতে উর্মি গত ১ আগস্ট দুপুরে পিতাকে দেখতে গিয়ে আর ফিরে আসেনি। তাকে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। শাশুড়ীর সাথে যোগাযোগ করা হলে বলে উর্মি আছে আবার বলেন, খালার বাসায় চলে গেছে সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও আমার স্ত্রীর সন্ধান পাইনি। এদিকে আমার শাশুড়ী লোকজন দিয়ে আমাকে মামলা করার হুমকি দিচ্ছে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে কাপ্তাই থানায় একটি ডায়রি করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই মাস অতিবাহিত হলেও সন্ধান পাননি স্ত্রীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ