মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্যারিসের মেয়র আন্নে হিদালগো। স্প্যানিশ অভিবাসীর সন্তান ৬২ বছর বয়সি আন্নে হিদালগো প্যারিসের প্রথম নারী মেয়র।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আন্নে সোশ্যালিস্ট পার্টির মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে। মেয়র আন্নে হিদালগোকে ফ্রান্সের প্রথম নারী প্রেসিডেন্ট হতে হলে তাকে দেশব্যাপী ছড়াতে হবে তার জনপ্রিয়তা।
গত রোববার তিনি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। প্রার্থিতার ঘোষণা দিতে প্যারিসের সিটি হলের পরিবর্তে আন্নে হিদালগো বেছে নেন উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর রাওয়েন।
২০১৪ সাল থেকে প্যারিসের মেয়রের দায়িত্ব পালন করছেন আন্নে হিদালগো। প্যারিসে গাড়ির সংখ্যা কমানো এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে জনপ্রিয়তা পান তিনি। সূত্র : আলজাজিরা, আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।