Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম


হিলি সংবাদদাতা

শারদীয়া দুর্গোৎসব ও মহররম উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি- রফতানি টানা ৮ দিন বন্ধ থাকছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার থাকছে স্বাভাবিক। হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, শারদীয়া দুর্গোৎসব ও মহররম উদযাপন উপলক্ষে ভারত হিলি এক্সপোর্টার এন্ড ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন এক পত্রে মাধ্যমে গতকাল শুক্রবার ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারত হিলিতে পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন। তাই এই ৮ দিন হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর সকাল থেকে যথারিতি আমদানি রফতানি শুরু হবে। হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে দেশী-বিদেশী নাগরিকদের যাতায়াত স্বাভাবিক থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলি স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ